কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

দাবি পূরণের নিশ্চয়তা দিয়ে ট্রফি চাইলেন সালাউদ্দিন

বিডি নিউজ ২৪ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২০, ১৭:৫৬

নতুন মৌসুমে পারিশ্রমিক কিছুটা বাড়ানোর দাবি নিয়ে কাজী সালাউদ্দিনের কাছে গিয়েছিলেন ফুটবলাররা। তা পূরণের নিশ্চয়তাও দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি। পাশাপাশি নিজের চাওয়াটাও জানিয়ে দিয়েছেন খেলোয়াড়দের-ট্রফি চাই। গত ৩ অক্টোবরের নির্বাচনের আগে খেলোয়াড়দের ২০২০-২১ মৌসুমের পারিশ্রমিক নিয়ে একটা সিদ্ধান্ত দিয়েছিল বাফুফে। সেখানে উপেক্ষিত হয়েছিল খেলোয়াড়দের ৫০ শতাংশ পারিশ্রমিকের দাবি। মেনে নেওয়া হয়েছিল ক্লাবগুলোর ২৫ শতাংশ দেওয়ার প্রস্তাব।

নির্বাচনের পর ফুটবলাররা মঙ্গলবার আবারও সভাপতির কাছে যান। করোনাভাইরাস পরিস্থিতির কারণে ২০২০-২১ মৌসুমে আগের চুক্তির পারিশ্রমিকের ৫০ শতাংশ পুনরায় দাবি করেন খেলোয়াড়রা। সালাউদ্দিন ৪০ শতাংশ করে দেওয়ার নিশ্চয়তা দিয়েছেন বলে জানালেন শেখ রাসেল ক্রীড়া চক্রের গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা।

“আমাদের খেলোয়াড়দের দাবি ছিল, নতুন মৌসুমের পারিশ্রমিক যেন সর্বনিম্ন ৫০ শতাংশ হয়। কিন্তু লিগ কমিটি থেকে সর্বশেষ সিদ্ধান্ত দেওয়া হয় যে ২৫ শতাংশ দেওয়া হবে। এ সিদ্ধান্ত নিয়ে আমরা খেলোয়াড়রা খুবই হতাশ ছিলাম। এ কারণে আজ সভাপতির সঙ্গে আবারও বসলাম।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও