You have reached your daily news limit

Please log in to continue


আবরার হত্যা : সাক্ষ্য দিলেন আরও এক ম্যাজিস্ট্রেট

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনার মামলায় সাক্ষ্য দিয়েছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াসির আহসান চৌধুরী। তিনি আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন। এর আগে গতকাল আবরার হত্যা মামলায় সাক্ষ্য দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসী। মঙ্গলবার (১৩ অক্টোবর) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে তিনি সাক্ষ্য দেন। এরপর তাকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ১৪ অক্টোবর দিন ধার্য করেন। এদিন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরাফুজ্জামান আনছারী সাক্ষ্য দেবেন। ৫ অক্টোবর মামলাটির প্রথম সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। ২৭ অক্টোবর পর্যন্ত মামলাটির সাক্ষ্য গ্রহণ চলবে। মাঝে সরকারি ছুটির দিন বাদ যাবে। মামলার ৬০ জন সাক্ষীর মধ্যে সাতজনের সাক্ষ্য শেষ হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন