আত্মরক্ষা ও আত্মবিশ্বাসসহ শিক্ষার্থীদের শারীরিক এবং মানসিক বিকাশে পাঠ্যক্রমে মার্শাল আর্ট অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে বিভিন্ন সংগঠন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), মার্শাল আর্ট ফাউন্ডেশন এবং গ্রীনফোর্সের যৌথ উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশে নগরায়নসহ দ্রুত সামাজিক নানা পরিবর্তন ঘটছে। সামাজিক বিভিন্নমুখী পরিবর্তন ও ক্রমবর্ধনশীল নগরায়নের ফলে বাড়ছে নতুন নতুন সামাজিক সমস্যা যেমন-যৌন হয়রানি, মাদকাসক্তি, স্বাস্থ্যহীনতা, একাকিত্ব, হতাশা, কিশোর অপরাধসহ বিপথগামিতার নানা দিক। এই অস্থির প্রতিযোগিতায় কোমলমতি শিশু-কিশোরসহ তরুণদের সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে ওঠার অনুকূল পরিবেশ দিতে আমরা যদি ব্যর্থ হই, তাহলে এসব সমস্যার হার বাড়তেই থাকবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.