ওয়ানপ্লাস ছাড়ছেন সহ-প্রতিষ্ঠাতা

প্রথম আলো চীন প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২০, ১৫:২৮

বিশ্বজুড়ে প্রযুক্তিজগতে পরিচিত নাম ওয়ানপ্লাস। প্রতিষ্ঠানটির সহ–প্রতিষ্ঠাতা কার্ল পেই আর ওয়ানপ্লাসের সঙ্গে থাকছেন না। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। কার্লের ওয়ানপ্লাস ছাড়া নিয়ে আগেভাগে খবর এলেও এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

টেকক্রাঞ্চ জানিয়েছে, নতুন করে নিজস্ব উদ্যোগ চালু করতেই ওয়ান প্লাস ছাড়ছেন তিনি। এ জন্য বিনিয়োগকারীদের কাছ থেকে তহবিল সংগ্রহে আলোচনাও চালিয়ে যাচ্ছেন।

২০১৩ সালে পিট লাউ ও কার্ল পেই দুজনে ওয়ানপ্লাস প্রতিষ্ঠা করেন। কোম্পানি শুরুর পর থেকেই তিনি সবার আগ্রহের কেন্দ্রে ছিলেন। রেডিট প্ল্যাটফর্মে ইতিমধ্যে ওয়ানপ্লাস সংশ্লিষ্ট নথি ফাঁস হয়েছে। তাতে দেখা গেছে, কার্ল পেই আর ওয়ানপ্লাসের নেতৃত্বের কোনো দলে নেই। তবে ওই নথির সত্যতা এখনো যাচাই করা সম্ভব হয়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও