![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F10%2F13%2Fabudhabi-israel.jpg%3Fitok%3D_23lywmc)
প্রথমবারের মতো আমিরাত থেকে পণ্য গেল ইসরায়েলে
সংযুক্ত আরব আমিরাতের একটি কার্গো জাহাজ বিভিন্ন পণ্য নিয়ে ইসরায়েলের বন্দরনগরী হাইফায় নোঙর করেছে। এর মাধ্যমে ইসরায়েলের সঙ্গে সরাসরি নৌরুট চালু করল সংযুক্ত আরব আমিরাত। এমএসসি প্যারিস নামে কার্গো জাহাজটি দুবাই জেবেল আলি বন্দর থেকে ইলেকট্রনিকস, আয়রন ও ফায়ার ফাইটিং পণ্যসামগ্রী ইসরায়েলে নিয়ে গেছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- পণ্য
- কার্গো জাহাজ