আজকের কৌতুক : ছেলেকে বিয়ে না করার উপদেশ
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২০, ১১:৫৭
ছেলেকে বিয়ে না করার উপদেশবাবা তার ছেলেকে উপদেশ দিচ্ছেন-বাবা: শোন বাবা, তোকে একটা কথা বলি। ছেলে: বলো বাবা।বাবা: বিয়ে করা মানেই নরকে যাওয়া। যদি সুখ-শান্তিতে থাকতে চাও তাহলে জীবনেও বিয়ে করো না।ছেলে: চিন্তা করো না বাবা, আমি তোমার উপদেশ কখনো ভুলবো না। আমার ছেলেকেও এই উপদেশ দিয়ে যাব।
**** বরের মাসিক আয় কত?মেয়ের বাবা: আমার মেয়েকে যে বিয়ে করতে চাও ওকে খাওয়াবে-পরাবে কী? তোমার মাসিক আয়টা কত শুনি।ছেলে: নিশ্চিত আয় মাসে হাজার খানেক, আর এদিক-ওদিক করে...মেয়ের বাবা: হাজার খানেক। জানো, আমার মেয়ে আমার কাছ থেকে মাসে হাতখরচই পায় এক হাজার টাকা।ছেলে: নিশ্চিত আয় বলতে আমি ওটাই মিন করছি।
- ট্যাগ:
- জটিল
- বাংলা জোকস
- উপদেশ
- ফেসবুক
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস আগে
১০ মাস, ১ সপ্তাহ আগে
১০ মাস, ১ সপ্তাহ আগে
১০ মাস, ১ সপ্তাহ আগে