![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2020June/03--2010130530.jpg)
কারো প্রেশারে নয় আমার ইচ্ছায় এই সিদ্ধান্ত নিয়েছি: নায়লা নাঈম
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২০, ১১:৩০
অভিনেত্রী নায়লা নাঈম। পশুর প্রতি রয়েছে যার অসীম ভালোবাসা। মায়ার টানে রাস্তার অবহেলিত কুকুরদের খাবার বিতরণ ও আহত প্রাণীর চিকিৎসা দিয়ে থাকেন এই অভিনেত্রী। তার এই মানবিক দিকটি যারা তাকে অনুসরণ করেন তারা বেশ ভালোভাবেই জানেন। তবে সম্প্রতি এসব কারণে রীতিমতো হয়রানির শিকার হচ্ছেন এই মডেল।