![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Frice-20201013090140.jpg)
মিল থেকে ৩৬ বস্তা সরকারি চাল উদ্ধার, মালিককে কারাদণ্ড
হবিগঞ্জের বাহুবলের একটি মিল থেকে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ৩৬ বস্তা চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় মিলের মালিক তাহের মিয়াকে (৪৫) আটক করেছে পুলিশ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সোমবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলার নন্দনপুর বাজারে গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্নিগ্ধা তালুকদার তাহের মিয়ার চালের মিলে অভিযান চালান। এ সময় মিল থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৩৬ বস্তা চাল উদ্ধার করা হয়।