![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fassetsds.cdnedge.bluemix.net%2Fbangla%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fbig_2%2Fpublic%2Ffeature%2Fimages%2Felectric-meter_1_0.jpg%3Fitok%3D5bVTlSec)
ভৌতিক বিদ্যুৎ বিল বাতিলের নির্দেশ দিলেন হাইকোর্ট
চলতি বছর ফেব্রুয়ারি থেকে জুনের মধ্যে গ্রাহকদের বাড়তি বিদ্যুৎ বিল বাতিল এবং গ্রাহকের প্রকৃত মিটার-রিডিংয়ের মাধ্যমে একটি সমন্বিত বিল তৈরি করতে বিদ্যুৎ সরবরাহ কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
কনজুমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের (সিএবি) দায়ের করা একটি রিট আবেদনের ভার্চুয়াল শুনানি শেষে আজ সোমবার হাইকোর্ট এ নির্দেশ দেন।