![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-10%252F2e7f23d3-f3d1-40f7-a2a0-0831ee3cac6a%252FRANGPUR_DH0494_20201012_RANGPUR_VERSITY_1_JPG.JPG%3Frect%3D0%252C142%252C2000%252C1050%26overlay%3Dprothomalo-bangla%252F2020-09%252F809b5f18-a26d-47a2-aa48-3dafe2ce0da8%252Fprothomalo_stamp.png%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
সেশনজট দূর ও ফল প্রকাশের দাবিতে প্রশাসনিক ভবনে তালা
ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের বিভিন্ন ব্যাচের শতাধিক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দক্ষিণ দিকের প্রধান ফটকে তালা মেরে উত্তর দিকের ফটকের সামনে অবস্থান নিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন। সেশনজট দূরসহ একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ, পরীক্ষা শেষ হওয়ার ১৫ কার্যদিবসের মধ্যে ফলাফল প্রকাশের দাবি।