![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-10%252F4cb97fa4-9f69-464f-9547-f3b4bbeea847%252FDOWNLOAD_22085651.jpg%3Frect%3D0%252C124%252C508%252C267%26overlay%3Dprothomalo-bangla%252F2020-08%252Fe9790f38-4165-41c5-9a09-ffa7e2777cf0%252Fprothomalo_stamp.png%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
সরকারের সদিচ্ছা ও সামাজিক আন্দোলন ধর্ষণ কমাতে পারে
সাম্প্রতিক সময়ে বাংলাদেশে বেশ কিছু আলোচিত ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা সামনে এসেছে। ধর্ষণ বেড়েছে, নাকি কমেছে, সেটা বড় কথা নয়। সমাজ ও রাষ্ট্র এই অপরাধগুলোকে কীভাবে দেখছে, সেটাই গুরুত্বপূর্ণ।
- ট্যাগ:
- মতামত
- ধর্ষণ
- সামাজিক আন্দোলন