বিক্ষোভের মুখে নাইজেরিয়ায় পুলিশের বিশেষ বাহিনী বাতিল
বিক্ষোভের মুখে পুলিশের বিশেষ বাহিনী ভেঙে দিয়েছে নাইজেরিয়া। দেশটির সরকার বলেছে, প্রেসিডেন্ট স্পেশাল অ্যান্টি–রোবারি স্কোয়াড (সার্স) অবিলম্বে বাতিল করতে বিশেষ নির্দেশ দিয়েছেন।
বিবিসিতে আজ সোমবার প্রকাশিত খবরে জানা যায়, এক ব্যক্তিকে হত্যা করার ভিডিও ছড়িয়ে পড়ার পর পুলিশের বিশেষ বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ চলে। বিক্ষোভ সারা দেশে ছড়িয়ে পড়ে।