![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2020/10/12/savlon-hand-sanitizer-121020-02.jpg/ALTERNATES/w300/savlon-hand-sanitizer-121020-02.jpg)
হ্যান্ড স্যানিটাইজারে মিথানল, এসিআইকে কোটি টাকা জরিমানা
এসিআইয়ের হ্যান্ড স্যানিটাইজারে বিষাক্ত মিথানলের উপস্থিতি পাওয়ায় ওই কোম্পানিকে এক কোটি টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
সেই সঙ্গে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মিথানল মিশ্রিত হ্যান্ড স্যানিটাইজার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে এসিআইকে।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, রোববার রাতে মিরপুর-১ নম্বরের ঈদগাহ মাঠের পাশে এসিআইয়ের ডিপোতে অভিযান চালিয়ে তিনটি ব্যাচে আনুমানিক ৩৫ হাজার 'স্যাভলন হ্যান্ড স্যানিটাইজারে' মিথানলের উপস্থিতি পান তারা।