মঙ্গলবার রাত ১২টা থেকে মেঘনায় ২২দিন ইলিশ ধরা নিষিদ্ধ
মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে মঙ্গলবার রাত ১২টা থেকে ৪ নভেম্বর রাত ১২টা পর্যন্ত ২২দিন মেঘনা নদীর বিভিন্ন অববাহিকায় সব ধরনের মাছধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মৎস্য বিভাগ এ নিষেধাজ্ঞা জারি করেছে। পাশাপাশি এ সময় ইলিশ ক্রয়-বিক্রয়, সংরক্ষণ এবং পরিবহনও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা যায়,
এখন জাতীয় মাছ ইলিশের প্রধান প্রজনন মৌসুম হওয়ায় লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতি উপজেলাসহ দেশের উপকূলীয় বেশ কয়েকটি উপজেলার নদী অঞ্চলের প্রধান প্রজনন পয়েন্টগুলোতে ওই ২২দিন সব ধরনের মাছধরা নিষিদ্ধ থাকবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.