![](https://media.priyo.com/img/500x/https://cdn.banglatribune.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/10/12/16e91b2c728d12b823c044afac1c01ef-5f83ccaaf41ff.jpg?jadewits_media_id=693248)
গাজীপুরে তিতাসের অভিযান, ১২০০ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন
গাজীপুরে অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে একজনকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় নারীসহ ১৪ জনকে জরিমানা করা হয়েছে। রবিবার (১১ অক্টোবর) অভিযানকালে ১২শ’ অবৈধ আবাসিক সযোগ বিচ্ছিন্ন ও গ্যাস লাইন অপসারণ ককরে তিতাস।
গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালিত হয়। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড গাজীপুর আঞ্চলিক অফিসের ব্যবস্থাপক সুরুজ আলম জানান,