![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-10%252Fe7c922e1-49c0-4a1d-a282-34572df5ded3%252Fed_07.jpg%3Foverlay%3D%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
দুর্গাপূজায় সাদাকালোর আয়োজন
প্রথম আলো
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২০, ০৯:০০
প্রতিবারের মতো এবারও সাদাকালো সাজিয়েছে শারদীয় দর্গাপূজার আয়োজন। সাদা এবং কালোর যুগলবন্দীর সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে এবারের পূজা সংগ্রহে। সময়োপযোগী কাপড়ে পোশাক নকশায় মাধ্যম হিসেবে রয়েছে স্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্ট, হাতের কাজে।
সাদাকালোর সংগ্রহে রয়েছে শাড়ি, পাঞ্জাবি, ধুতি, কামিজ ও টপস। এ ছাড়া বিশেষ আকর্ষণ হিসেবে আছে যুগল পোশাক ও বড়দের সঙ্গে ছোটদের একই রকম পোশাক। শারদীয় পূজার আয়োজন পাওয়া যাবে সাদাকালোর সব শোরুমে। কিনতে পারেন ওয়েবসাইটে (www.sadakalo.net) লগইন করে কিংবা ফেসবুক পেজ থেকেও।