বাইডেনকে ভোট দিতে মার্কিনিদের আহ্বান জানালেন গ্রেটা
জলবায়ু আন্দলোনকারী গ্রেটা থুনবার্গ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনকে বেছে নেওয়ার জন্য ভোটাদের সরাসরি আহ্বান জানিয়েছে। পাশাপাশি সে জানিয়েছে সে কোনো রাজনীতি করে না। জলবায়ু নিয়ে বিশ্বে যে আন্দোলন চলছে তাতে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন আগামী দিনে একটি বিশেষ ভূমিকা গ্রহণ করতে পারে বলে জানিয়েছে এই তরুণী। আর সেই কারণে পরিবেশ নিয়ে যেসব মানুষ সচতেন তাদের কাছে প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনকে বেছে নেওয়ার আহ্বান তার।
১৭ বছর বয়সী গ্রেটা টুইট বার্তায় লিখেছে, ‘আমি কখেনোই দলীয় রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না। কিন্তু আসন্ন মার্কিন নির্বাচন এসব কিছুর ঊর্ধ্বে। জলবায়ুর দৃষ্টিকোণ থেকে এটা যথেষ্ট দূরে আর আপনাদের অনেকেই অবশ্যই অন্য প্রার্থীদের সমর্থন দিচ্ছেন। কিন্তু, আমি বোঝাচ্ছি… আপনারা জানেন…জঘন্য! সংগঠিত হন এবং সবাই # বাইডেনকে ভোট দেন।