মামলার জট কমানোকে চ্যালেঞ্জ হিসেবে নিলেন নতুন অ্যাটর্নি জেনারেল
নিজের সর্বোচ্চটা দিয়ে রাষ্ট্রের দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করবেন বলে জানিয়েছেন নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। রোববার দায়িত্ব গ্রহণের পর নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
আমিন উদ্দিন বলেন, দায়িত্ব গ্রহণের পর প্রথম অগ্রাধিকার হলো মামলার জট দ্রুত শেষ করার ব্যাপারে সংশ্নিষ্টদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া। আর প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম যে কাজগুলো করে গেছেন, তার অবশিষ্ট কাজ সম্পন্ন করা।
তিনি আরও বলেন, ধর্ষণের শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ড করার যে উদ্যোগ প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রী নিয়েছেন, সেটা খুবই ইতিবাচক। সমাজে মূল্যবোধটা ফিরিয়ে আনতে হবে। আদালতে নারী নির্যাতন ও ধর্ষণ-সংক্রান্ত বিচারাধীন মামলার বিষয়ে পিপিদের সঙ্গে আলোচনা করে তালিকা ধরে ধরে নিষ্পত্তি করা হবে বলে জানান রাষ্ট্রের প্রধান এই আইন কর্মকর্তা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.