বগুড়ার শেরপুরে বন্যা নিয়ন্ত্রণ বাধে ভাঙন আতঙ্কে বিশ গ্রামের মানুষ
বগুড়ার শেরপুরে সাহেববাড়ি বন্যা নিয়ন্ত্রণ বাধে ভাঙন দেখা দিয়েছে। গত তিনদিন ধরে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবর্ষণে বাঙালি নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বাধটির প্রায় এক হাজার মিটার ধ্বসে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ফলে স্থানীয় বিনোদপুর গ্রামসহ অন্তত বিশ গ্রামবাসি হুমকির মুখে পড়েছে। চরম আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছেন এসব গ্রামসহ নদীপাড়ের মানুষ। তাই বাধের ভাঙন ঠেকাতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁরা। নিজেরাই টাকা দিয়ে বালু ও মাটি ভর্তি বস্তা ফেলে বাধ রক্ষার চেষ্টা করছে।
বগুড়ার শেরপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিমাই ঘোষ জানান, করতোয়া নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় তার ওয়ার্ডের নামা ঘোষপাড়া, পূর্বদত্তপাড়া, উত্তরসাহাপাড়া ও দক্ষিণসাহাপাড়া এলাকায় বন্যার পানি ঢুকে পড়েছে। এসব এলাকার শতাধিক বাড়িঘরে পানি উঠেছে। ডুবে গেছে রাস্তা-ঘাট। পানিবন্দি হয়ে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন তারা। এরমধ্যে বিশ থেকে ত্রিশটি পরিবারের লোকজন বাসা-বাড়ি ছেড়ে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান শেরপুর ডিজে হাইস্কুলে এবং পনেরটি পরিবার পৌরসভা প্রাঙণ ও পৌরসভা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছেন। এছাড়া সনাতন ধর্মাবলম্বীদের মৃতদেহ সৎকারের ঐতিহ্যবাহী মহাশশ্মান শেরপুর উত্তরবাহিনী পৌর মহাশশ্মান বন্যার পানিতে ডুবে যাওয়ায় সৎকার ব্যহৃত হচ্ছে বলেও জানান তিনি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.