সোমবার মন্ত্রিসভায় উঠছে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের প্রস্তাব

ডেইলি বাংলাদেশ আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় প্রকাশিত: ১১ অক্টোবর ২০২০, ২০:৩৬

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রাখতে নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ সংশোধন করতে যাচ্ছে সরকার। সোমবার এ আইনটি মন্ত্রিসভায় তোলা হচ্ছে।

এ বিষয়ে রোববার আইনমন্ত্রী আনিসুল হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার পর আইন সংশোধন করে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করার উদ্যোগ নেয়া হয়েছে। সংশোধিত আইনের খসড়া মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। দেশে সম্প্রতি কয়েকটি ধর্ষণের ঘটনার পর ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আন্দোলন করছেন। এ কারণে সরকার ধর্ষণের শাস্তি বাড়ানোর পদক্ষেপ নিয়েছে।

মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা সম্প্রতি বলেন, ধর্ষণ প্রতিরোধ ও প্রতিকারে সরকার তৎপর। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডই হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও