নেশন্স লিগে রাতে লড়বে ফ্রান্স-পর্তুগাল

ইত্তেফাক প্রকাশিত: ১১ অক্টোবর ২০২০, ১৬:৫৯

নেশন্স লিগের বিগ ম্যাচে আজ ফ্রান্সের মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল। ২০১৬ ইউরো ফাইনালের পর এবারই প্রথম দেখা হচ্ছে দু'দলের। স্তাদি দি ফ্রান্সে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে ১ টায়। আরেক ম্যাচে ইতালির বিপক্ষে লড়বে পোল্যান্ড। পোল্যান্ডের স্টাডিও এনেরগায় এই ম্যাচটি মাঠে গড়াবে রাত পৌনে একটায়।

২০১৬'র ১০ জুলাই বদলি নামা স্ট্রাইকার এডারের একমাত্র গোলে স্বাগতিক ফ্রান্সকে হারিয়ে প্রথমবার ইউরোর শিরোপা জিতেছিল পর্তুগাল। চার বছরেরও বেশি সময় পর স্মৃতি বিজড়িত মাঠে উয়েফা নেশন্স লীগের ম্যাচে ফ্রান্সের মুখোমুখি হচ্ছে পর্তুগাল। আর ওই ফাইনালের পর এটাই দুদলের প্রথম সাক্ষাত।

নেশন্স লিগে 'লিগ-এ' এর ৩ নম্বর গ্রুপে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল। শুধু গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। ২০১৬'র ইউরো জয়ী পর্তুগিজ দলের অনেককেই আজ দেখা যাবে না মাঠে। বিশেষ করে এডার। অলিভিয়ের জিরু, আঁতোয়ান গ্রিজম্যান, পল পগবা, গোলরক্ষক হুগো লরিসরা এখনো আছেন ফ্রান্স দলে। তাদের সঙ্গে আছেন কিলিয়ান এমবাপ্পে, এদুয়ার্দো কামাভিঙ্গা। ১৭ বছর বয়সী এই মিডফিল্ডার ইউক্রেনের বিপক্ষে গত ম্যাচে গোল পেয়েছেন। ১০৬ বছরের মধ্যে ফ্রান্সের সবচেয়ে কমবয়সী গোলদাতা তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও