দুর্গার সাজে জার্মানির ছোঁয়া
পশ্চিমবঙ্গের দুর্গোৎসবের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়েছিল জার্মানি তথা ইউরোপ৷ জার্মান মুলুক থেকে আসা ডাকের সাজে সেজে উঠত কলকাতার বনেদি বাড়ির প্রতিমা৷ করোনা সংকটে যখন পার্বণের রং ফিকে, তখন বাবু সংস্কৃতির সেই ইতিহাস ফের জাগছে ঠাকুরদালানে৷
ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে বাংলার ব্যবসায়ীরা নানা ধরনের পণ্যের ব্যবসার মাধ্যমে সমৃদ্ধি অর্জন করেছিলেন৷ কলকাতায় গড়ে উঠেছিল তাঁদের বিলাসবহুল ভবন, সেখানে দুর্গাপুজোর আয়োজনও ছিল বৈভব প্রদর্শনের মঞ্চ৷ এই পুজোর সঙ্গে ইউরোপের সাহেবরা ওতপ্রোতভাবে জড়িত ছিলেন৷ মূলত তাদের আমোদপ্রমোদের পার্বণ হয়ে উঠেছিল বাংলার প্রাণের উৎসব৷ পর্যটন মন্ত্রকের অধীনে ইন্ডিয়ান ট্যুরিজম কলকাতা প্রকল্পে এবার সেই ইতিহাসের উপর আলোকপাত করা হচ্ছে৷ জোড়াসাঁকোর শিবকৃষ্ণ দাঁ-এর বাড়ির নাটমণ্ডপে কথা ও সুরে উঠে আসছে পুরোনো কলকাতা৷