পর্যটন খাতে উহানের আয় ১৪০ কোটি ডলারের বেশি
করোনাভাইরাসের সংক্রমণস্থল চীনের উহান এখন পর্যটকে ভরা। ১ কোটি ৮৮ লাখ পর্যটকের আগমনে মুখর উহান। স্থানীয় পর্যটন কর্তৃপক্ষ বলছে, সরকারি ছুটিতে এ খাত থেকে উহানের আয় ১৪০ কোটি ডলারের বেশি।
পিপলস ডেইলির খবরে জানা যায়, উহানে ১ থেকে ৮ অক্টোবর ঐতিহ্যবাহী মধ্য-শরৎ উৎসবের সরকারি ছুটি চলে। সংস্কৃতি ও পর্যটন পৌর বিভাগের হিসাবে, এক বছর আগে একই সময়ের তুলনায় পর্যটকের সংখ্যা ও পর্যটনের মোট আয় ৮৩ দশমিক ২ শতাংশ থেকে ৭৩ দশমিক ২ শতাংশে ফিরে এসেছে।