ভিক্ষুক জয়মালার ভাগ্যে জোটেনি ভাতার কার্ড

নয়া দিগন্ত সাটুরিয়া প্রকাশিত: ১১ অক্টোবর ২০২০, ১৬:০১

বয়স ৬৫ পেরিয়ে ৬৬ ছুঁই ছুঁই। তারপরও ভিক্ষুক জয়মালা বেগম পাননি বয়স্ক ভাতার কার্ড। স্বামীহারা এই বৃদ্ধ বয়সে অর্থের অভাবে নানা সঙ্কটে ভুগছেন তিনি। চিকিৎসা দূরের কথা, তিন বেলা খাবার জোটানোও তার জন্য কষ্টকর।

মানিকগঞ্জের সাটুরিয়ার দিঘলীয়া ইউনিয়নের চাচিতারা এলাকার বাসিন্দা জয়মালা। এই বৃদ্ধ বয়সে বেঁচে থাকার জন্য তিনি একটি বয়স্ক ভাতার কার্ডের জন্য ঘুরছেন জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে। শুধু আশ্বাসই মেলে, কয়েক বছর ঘুরেও কেউ তার জন্য একটি বয়স্ক ভাতার কার্ডের ব্যবস্থা করে দেয়নি।

সরকারি নিয়ম অনুযায়ী বয়স্ক ভাতা পাওয়ার ক্ষেত্রে নারীর বয়স সর্বনিম্ন ৬২ আর পুরুষের বয়স সর্বনিম্ন ৬৫ বছর। সে অনুযায়ী জয়মালা বয়স্ক ভাতা পাওয়ার যোগ্য হলেও কেউ তার সহযোগিতায় এগিয়ে আসেনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও