![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-10%252Ff5634d15-aa64-4299-8d0e-1fce3b7e0725%252Fb9092ead-ca95-4ddb-a584-f644154dd399.jpg%3Frect%3D0%252C570%252C4032%252C2117%26overlay%3Dprothomalo-bangla%252F2020-08%252Fe9790f38-4165-41c5-9a09-ffa7e2777cf0%252Fprothomalo_stamp.png%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব নিলেন আমিন উদ্দিন
নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন আজ রোববার সকালে দায়িত্ব গ্রহণ করেছেন।
সকালে আপিল বিভাগে ভার্চুয়াল আদালতে মামলা পরিচালনায় অ্যাটর্নি জেনারেল হিসেবে শুনানিতে অংশ নেন আমিন উদ্দিন।
দায়িত্ব গ্রহণের পর আমিন উদ্দিন আজ অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে বসেন।
অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে রাষ্ট্রের আইন কর্মকর্তাসহ বিভিন্ন আইনজীবীরা আমিন উদ্দিনকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।