মাওয়ায় ভাঙন বেশি, নদীশাসন কম
ঢাকা থেকে কোনোরকমে বের হতে পারলেই হলো, গাড়ি একটানে চলে যায় মাওয়া। এটি ৫৫ কিলোমিটারের ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে চালু হওয়ার সুফল।
যাঁরা রাজধানী থেকে দক্ষিণের পথে যাতায়াত করেন, গত মার্চ থেকে তাঁদের দুর্ভোগ কমেছে। শুধু এপার নয়, পদ্মার ওপারেও স্বস্তি। এখন শুধু পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ হওয়ার অপেক্ষা।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, পদ্মা সেতু প্রকল্প আগামী বছরের ডিসেম্বরে চালু হওয়ার কথা। নকশা সংশোধনসহ নানা কারণে সেতুটির নির্মাণ পিছিয়ে গেছে। এরই মধ্যে শুরু হয়েছে নদীভাঙন।