করোনা ধাক্কার পর মোবাইল ব্যবহারকারী বেড়েছে
আগস্টের শেষে বাংলাদেশে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা ১৬৬ মিলিয়ন ছাড়িয়েছে। দেশের টেলিকম নিয়ন্ত্রণ সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, বছরের প্রথম আট মাসে নতুন মোবাইল ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে প্রায় অর্ধ মিলিয়ন।
বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)’র দেওয়া তথ্য অনুযায়ী, ২০২০ সালের আগস্ট মাস পর্যন্ত দেশের মোবাইল ব্যবহারকারীর সংখ্যা ১৬৬.০২৮ মিলিয়নে পৌঁছেছে। বাংলাদেশে মোট চারটি সেল ফোন অপারেটর কোম্পানি রয়েছে। এর মধ্যে তিনটি কোম্পানিই বিদেশি।