ধর্ষণের জেরে গায়ে আগুন দিল নাবালিকা, ধৃত ১৫-র কিশোর

এইসময় (ভারত) মধ্যপ্রদেশ প্রকাশিত: ১১ অক্টোবর ২০২০, ০৮:১৩

ধর্ষণের শিকার হয়ে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করল বছর চোদ্দোর এক কিশোরী। বাড়িতে থাকা পেট্রল গায়ে ঢেলে, ধর্ষকের সামনেই সে আত্মহত্যার চেষ্টা করে। অভিযুক্ত হাতের সামনে কম্বল পেয়ে, তা দিয়ে আগুন নেভানোর চেষ্টা অবশ্য করেছিল। কিন্তু ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত পালিয়ে যায়। তবে, পুলিশের নাগাল পেরোতে পারেনি।

কিশোরীর বয়ানের ভিত্তিতে 'ধর্ষণকারী' বছর পনেরোর ওই নাবালককে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ শনিবার জানিয়েছে, মধ্যপ্রদেশের রেওয়ার অগ্নিদগ্ধ কিশোরীর শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও