![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo%252Fimport%252Fmedia%252F2017%252F02%252F08%252Fdd838ae9ded51b3b77180e5736ae9376-Sumon-Yusuf_Ananda--50-.jpg%3Frect%3D0%252C60%252C400%252C210%26overlay%3D%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
ইশারার ভাষা শিখছেন আঁচল
প্রথম আলো
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২০, ২১:১২
প্রশিক্ষণ নিতে শুরু করেছেন আঁচল। শিখছেন ইশারার ভাষা। বাক্শক্তিহীন মানুষেরা যে ভাষায় নিজেদের মধ্যে যোগাযোগ করে, সেই ভাষা শেখা সহজ কথা নয়। কিন্তু বিশেষ প্রয়োজনে আঁচলকে শিখতে হচ্ছে। এ রকম এক ভূমিকায় দেখা যাবে এই অভিনয়শিল্পীকে।
আঁচল অভিনীত সবশেষ সিনেমা ‘দাগ হৃদয়ে’ মুক্তি পায় ২০১৯ সালে। তারপর আর কোনো সিনেমা আসেনি তাঁর। তবে কাজ শুরু করেছিলেন ‘রাগী’ ও ‘এক কোটি টাকা’ নামে দুটি ছবিতে। নানা কারণে সেগুলোর শুটিং বন্ধ।