![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fentertainment%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fraj-20201010211946.jpg)
নায়ক-নায়িকার পর নির্মাতা রাজও করোনা আক্রান্ত
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২০, ২১:১৯
মানি মেশিন' নামের এক ওয়েব সিরিজের সেট থেকে তিনজন করোনা আক্রান্ত হয়েছেন। প্রথমে জানা যায় এ সিরিজের অভিনেত্রী তানজিন তিশা করোনায় আক্রান্ত। তারপর আসে অভিনেতা তাহসান খানের করোনা আক্রান্ত হওয়ার খবর। এবার জানা গেল, এই ওয়েব সিরিজের পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ করোনা আক্রান্ত হয়েছেন। আজ শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় এই নির্মাতা বিষয়টি নিশ্চিত করেন।
সেপ্টেম্বরের শেষ সপ্তাহে বেশ শুটিং শুরু হয় আরটিভি প্লাসের জন্য ‘মানি মেশিন’ ওয়েব সিরিজের শুটিং। যার প্রধান দুই চরিত্রে আছেন তাহসান খান ও তানজিন তিশা। গত সপ্তাহে হঠাৎ সেই শুটিং থেকে বিরতি নেন তিশা। পরে জানান, তিনি করোনায় আক্রান্ত।