![](https://media.priyo.com/img/500x/https://www.kalerkantho.com/assets/news_images/2020/10/10/183607thumbnail_Parbatipur_Photo_2020.jpg)
বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে লাশ হয়ে ফিরল কলেজছাত্র
দিনাজপুরের পার্বতীপুরের কলেজ শিক্ষার্থী সাজেদুর রহমান সাজু (১৫) শখের বসে নদীতে মাছ ধরতে গিয়ে লাশ হয়ে বাড়িতে ফিরল। শনিবার সকালে পার্বতীপুর শহরের শহীদ ইব্রাহিম নগরের পাশে তিলাই নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয় সে।
দুপুর ২টায় ওই নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সাজু শহীদ ইব্রাহিম নগরের মোমিনুল ইসলামের ছেলে। সে পার্বতীপুর পৌরসভা শাখার ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক। সাজু আদর্শ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল।