যুক্তরাষ্ট্রে আঘাত হেনেছে হারিকেন ডেল্টা

ডেইলি বাংলাদেশ আমেরিকা / যুক্তরাষ্ট্র প্রকাশিত: ১০ অক্টোবর ২০২০, ১৩:৩০

যুক্তরাষ্ট্রে আঘাত হেনেছে হারিকেন ডেল্টা। স্থানীয় সময় শুক্রবার রাতে লুইজিয়ানার ক্রেওল উপকূলে আছড়ে পড়েছে এ ঝড়। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, উপকূলে আঘাত হানার সময় হারিকেন ডেল্টা ক্যাটাগরি ২ মাত্রার থাকলেও ঘণ্টাখানেক পরেই শক্তি হারিয়ে সেটি ক্যাটাগরি ১-এ নেমে আসে। তবে ঝড়টি এখনো প্রাণঘাতী হতে উঠতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

স্থানীয় সময় রাত ৮টার দিকে হারিকেন ডেল্টার বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় সর্বোচ্চ ৯০ মাইল। সময়ের সঙ্গে এটি আরো শক্তি হারিয়ে উপকূলীয় নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে এনএইচসি।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, ঝড়ের প্রভাবে লুইজিয়ানায় প্রবল বৃষ্টিপাত হচ্ছে। এর ফলে সেখানে আচমকা বন্যা দেখা দিতে পারে। এতে পানিবন্দি হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছেন অন্তত ৫৫ লাখ মানুষ।

দেশটির আবহওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, হারিকেন ডেল্টার কারণে লুইজিয়ানার বেশিরভাগ এলাকায় ৫ থেকে ১০ ইঞ্চি বৃষ্টিপাত হতে পারে। এমনকি কিছু কিছু জায়গায় এর পরিমাণ ১৫ ইঞ্চিতে পৌঁছাতে পারে বলে সতর্ক করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও