কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘বুঝতে পারছি না ভবিষ্যত কি’

প্রথম আলো প্রকাশিত: ১০ অক্টোবর ২০২০, ১৩:৩০

এএফসি কাপ খেলতে ঢাকায় আসেন গত ১০ সেপ্টেম্বর। কিন্তু ওই দিনই বাতিল হয়ে যায় টুর্নামেন্টটি। সময় যেন কাটতেই চাইছে না তাঁর। মাঠে নামার অপেক্ষা কবে ফুরোবে জানেন না বসুন্ধরা কিংসের আর্জেন্টাইন স্ট্রাইকার হার্নান বার্কোস। হোয়াটসঅ্যাপে প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে তাই হতাশই মনে হলো লিওনেল মেসির সাবেক সতীর্থকে। বাংলাদেশে আর্জেন্টিনার অনেক সমর্থক। এই দেশের ক্লাবে খেলতে এসে কেমন লাগছে?

একটা চ্যালেঞ্জ নিয়ে এই দেশে খেলতে এসেছি। দুর্ভাগ্যজনকভাবে করোনা পরিস্থিতি পুরো বিষয়টি জটিল করে তুলেছে। এএফসি কাপ বাতিল হয়েছে। তবু একটা ভালো কিছুর অপেক্ষায় আছি। যদিও স্পষ্টভাবে বুঝতে পারছি না, আসলেই আমাদের ভবিষ্যত কী?

লিওনেল মেসির সঙ্গে আর্জেন্টিনা জাতীয় দলে ড্রেসিংরুম ভাগ করার অভিজ্ঞতা কেমন ছিল?

২০১৪ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে প্যারাগুয়ে ও পেরুর বিপক্ষে দলে ছিলাম। এরপর ব্রাজিলের বিপক্ষে সুপার ক্লাসিকো খেলেছি। ওই সময় টিম হোটেল, অনুশীলন, ড্রেসিংরুমে মেসিকে খুব কাছ থেকে দেখেছি। মেসি বিশ্বের এক নম্বর ফুটবলার। বিশ্বের যেকোনো ফুটবলারই ওর সঙ্গে ড্রেসিংরুম ভাগ করতে চাইবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও