কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মিথ্যে দলিলে ভিটে গেছে, প্রাণও গেছে

প্রথম আলো ফরিদপুর জেলা প্রকাশিত: ১০ অক্টোবর ২০২০, ১৩:৩৩

এ যেন রবীন্দ্রনাথ ঠাকুরের ‘দুই বিঘা জমি’ কবিতার কাহিনি। ঋণের দায়ে সব হারানো উপেনের সম্বল বলতে ছিল দুই বিঘা ভিটে জমি। সে জমিতেই চোখ পড়ে রাজার। উপেন তা বেচতে না চাইলেও মিথ্যে দেনার দায়ে ডিক্রি নেন রাজা। আর বসতভিটে খুইয়ে দেশান্তরি হন উপেন।

ফরিদপুরের অশোক কুমার দাসকে অবশ্য ভিটেমাটি ছেড়ে নিঃস্ব হয়ে দেশান্তরি হতে হয়নি। তার আগেই তিনি চলে গেছেন পরপারে। তাঁর মৃত্যুর পর রাজা সেজে সেই জমিতে জেঁকে বসেন ফরিদপুর শহর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনের (বরকত) ছোট ভাই ইমতিয়াজ হাসান (রুবেল)। অশোক দাসের এই ভিটে দখলের ঘটনা কল্পকাহিনির চেয়ে কম বিস্ময়কর নয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও