‘মেয়েদের একা বেড়ানোর জন্য বাংলাদেশ এখনো প্রস্তুত নয়। তাই গ্রুপ করে ট্যুর দেওয়া হয়। প্রতিটি গ্রুপ ট্যুরে ৩৬ জন মেয়ে থাকে। তবু কেউ কেউ হোটেলে কক্ষ ভাড়া দিতে চায় না। ৩৬ জন নারীর গ্রুপেও অন্তত ১ জন ছেলে সদস্য খোঁজে তারা।’ এভাবেই নিজের অভিজ্ঞতার কথা জানালেন সাকিয়া হক। পেশায় চিকিৎসক এ নারী আরেক চিকিৎসক বন্ধুকে নিয়ে গড়ে তুলেছেন ‘ট্রাভেলেটস অব বাংলাদেশ—ভ্রমণ কন্যা’ নামে ফেসবুক গ্রুপ। সামাজিক যোগাযোগমাধ্যমের এ গ্রুপে প্রায় ৫৫ হাজার নারী সদস্য আছেন। গত ৩ বছরে ৮৬টি ট্যুর পরিচালনা করেছে ‘ভ্রমণ কন্যা’। বাণিজ্যিক ভিত্তিতে নয়, শুধু খরচের ভিত্তিতে ট্যুর পরিচালনা করে তারা।
আলাদা করে নারীদের বেড়াতে নিয়ে যেতে এমন বেশ কয়েকটি গ্রুপ কাজ করছে দেশে। এদের কেউ কেউ বাণিজ্যিকভাবে ট্যুর চালাচ্ছে। আর এর বাইরে নারী-পুরুষ সম্মিলিতভাবে ট্যুর চালানোর অনলাইন গ্রুপ আছে প্রায় ৫০০। এদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ট্রাভেলার্স অব বাংলাদেশ (টিওবি) গ্রুপটি চলছে স্বেচ্ছাশ্রমে। তারা নতুন নতুন জায়গা খুঁজে বের করছে। দেশের মধ্যে ভ্রমণে উৎসাহী করছে। আর পর্যটকদের পরিবেশের প্রতি দায়িত্বশীল করে তুলছে। দেশের পর্যটন খাতে পথ দেখাচ্ছেন এসব গ্রুপের তরুণেরা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.