করোনা ছড়িয়েছে বিশ্বের নানা প্রান্ত থেকে, আমরা কেবল প্রথম রিপোর্ট করেছি: চিন
করোনাকে 'চিনাভাইরাস' হিসেবে দেগে দেওয়ার বিরোধিতা আগেই করেছে চিন। উহানের গবেষণাগার থেকেই কোভিডের ভাইরাস ছড়িয়েছে, এ কথা চিন কখনও মানতে চায়নি। করোনাভাইরাস নিয়ে মুখ খুলে চিনে রহস্যমৃত্যুর ঘটনাও ঘটেছে। প্রাণঘাতী ভাইরাস নিয়ে গবেষণার মাঝপথে প্রাণের দায়ে চিন ছেড়ে আমেরিকায় গবেষককে পালাতে হয়েছে, আন্তর্জাতিক মিডিয়ার সৌজন্যে সে খবরও সামনে এসেছে।
করোনাভাইরাস বিশ্বজুড়ে মহামারীর আকার নেওয়ায় কোণঠাসা অবস্থা চিনের। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও করোনার উত্স সন্ধানে নেমেছে। তার মধ্যেই চিন আরও একবার জোর গলায় করোনার দায় নিতে অস্বীকার করল। শুক্রবার চিন দাবি করে, গত বছর বিশ্বের নানাপ্রান্ত থেকে করোনাভাইরাস ছড়িয়েছে। কিন্তু, চিন সর্বপ্রথম রিপোর্ট করে, তা বিশ্বের নজরে এনেছে। বেজিংয়ের বক্তব্যের সারমর্ম, চিনই 'প্রথম পদক্ষেপ' করে।