
বিশ্বের সবচেয়ে লম্বা ক্রিকেটার উচ্চতা ৭ ফুট ৬ ইঞ্চি
এক দুর্দান্ত বোলার বিশ্ব ক্রিকেটকে উপহার দিয়েছে পাকিস্তান। তার নাম মুদাসসরে গুজ্জার। বোলিংয়ে ওয়াসিম আকরাম-ওয়াকার ইউনিসদের রেকর্ড ভাঙবেন কী না তা হয়তো সময় বলবে। কিন্তু নিজের উচ্চতার জন্য ইতোমধ্যেই শিরোনামে পিএসএলে লাহোর কোয়ালান্ডার্স দলের এই খেলোয়াড়।
মুদাসসরের উচ্চতা ৭ ফুট ৬ ইঞ্চি। এর আগে পাক জাতীয় দলের হয়ে খেলা ইরফান খানের উচ্চতা ছিল ৭ ফুট ১ ইঞ্চি। মুদাসসরের জুতোর সাইজ ২৩.৫ । গত বছর ৬ নভেম্বর লাহোর কোয়ালান্ডার্সের ডেভেলপমেন্ট প্রজেক্টে সেখানকার ক্যাম্পে যোগ দেন এই ক্রিকেটার।