ভীমা কোরেগাঁও মামলায় স্টান স্বামী-সহ ৮ জনের বিরুদ্ধে চার্জশিট এনআইএ-র
মাওবাদী কাজকর্মের সঙ্গে কোনও ভাবে যুক্ত ছিলেন, নাকি সরকার বিরোধী অবস্থান নেওয়ায় খেসারত দিতে হচ্ছে? ভীমা কোরেগাঁও হিংসার ঘটনায় বৃহস্পতিবার ৮৩ বছরের স্টান স্বামী গ্রেফতার হওয়ার পর থেকেই এই প্রশ্ন উঠছে। তার মধ্যেই শুক্রবার এই মামলায় অতিরিক্ত চার্জশিট জমা দিল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। তাতে বলা হয়েছে, নিষিদ্ধ মাওবাদী সংগঠন কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া-মাওইস্ট (সিপিআই-মাওইস্ট)-এর কাজকর্মে সক্রিয় ভাবে যুক্ত ছিলেন স্টান স্বামী। শহুরে এলাকায় মাওবাদীদের হয়ে কাজকর্ম চালিয়ে যেতে ওই সংগঠনের কাছ থেকে মোটা টাকাও পেয়েছিলেন তিনি।