বগুড়ায় বন্যায় ঘাস নষ্ট, গো-খাদ্যের সংকট
তৃতীয় দফা বন্যায় চরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় ঘাস পচে যাওয়ায় বগুড়ায় গরুর খাবার ঘাস ও খড়ের দাম বেড়ে গেছে; পশু পালনকারীরা পড়েছেন বিপাকে।
স্থানীয় কৃষক ও কৃষি বিভাগ জানায়, যমুনার চরাঞ্চল ও বাঙালি নদীর আশপাশ এলাকার ফসলের মাঠ ও ঘাস নষ্ট হয়ে গেছে। এলাকাগুলোর মধ্যে রয়েছে সারিয়াকান্দী উপজেলার যমুনার বোহাইল, কাজলাসহ অন্যান্য চরাঞ্চল ও বাঙালি নদীর দুধারে সারিয়াকান্দী, গাবতলী, ধুনট, শেরপুর উপজেলার ফসলী মাঠ।