কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

জরিপে বাইডেন এগিয়ে থাকার খবরে ডলারে পতন, চাঙ্গা ইউয়ান

বণিক বার্তা আমেরিকা / যুক্তরাষ্ট্র প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২০, ২১:০৪

প্রায় তিন সপ্তাহের মধ্যে আজ শুক্রবার ডলারের মান সর্বনিম্নে নেমে গেছে। জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট পদে বিজয়ী হবেন এবং নির্বাচনের পর আর্থিক প্রণোদনা দেবেন- এমন প্রত্যাশা বৃদ্ধি পাওয়ায় টানা দ্বিতীয় সপ্তাহের মতো মুদ্রাটির দাম কমেছে। অন্যদিকে ডলারের বিপরীতে দাম বেড়ে গেছে চীনা মুদ্রা ইউয়ানের।

বেশ কয়েকটি ওয়াল স্ট্রিট ব্যাংক যে প্রার্থীই জয়ী হোক না কেন প্রণোদনা প্যাকেজের পূর্বাভাস দিয়েছে। তবে সিনেটে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ বহাল থাকলে বাইডেন প্রেসিডেন্ট হলে এই প্যাকেজের আকার আরো বড় হতে পারে। ইউবিএস অ্যাসেট ম্যানেজমেন্ট যেমন বাইডেনের জয়ের সম্ভাবনা দেখছে ৭৫ শতাংশ।

এই সপ্তাহে রয়টার্স/আইপিএসওএস মতামত জরিপে ডেমোক্র্যাট প্রার্থী বাইডেনকে পাঁচটি মূল রাজ্য উইসকনসিন, পেনসিলভানিয়া, মিশিগান, ফ্লোরিডা ও অ্যারিজোনাতে রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে রেখেছেন। বাইডেনের জয়ের সম্ভাবনা সংকেত চাউর হওয়ার সঙ্গে সঙ্গে অস্থির বাজারের ওপর শান্ত প্রভাব পড়ছে এবং ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যকার বাণিজ্যযুদ্ধের ফলে ক্ষতিগ্রস্ত মুদ্রাগুলো শক্তিশালী হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও