কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ভারতের বাইরে, তাই ডেলিভারি নেই নাগাল্যান্ডে! বিতর্কে Flipkart

এইসময় (ভারত) নাগাল্যান্ড প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২০, ১৯:৩২

'ভারতের বাইরে অবস্থিত হওয়ায় নাগাল্যান্ডে (Nagaland) ডেলিভারি করা যাবে না।' ই-কমার্স ব্র্যান্ড Flipkart-এর সোশ্যাল হ্যান্ডল থেকে পোস্ট হয়েছে এমনই বিতর্কিত মন্তব্য। দেশের উত্তর-পূর্বের রাজ্য নাগাল্যান্ডকে 'ভারতের বাইরে অবস্থিত' মন্তব্য তোলপাড় হয়েছে নেটপাড়া। তীব্র সমালোচনার পর, ক্ষমা চেয়ে নিয়েছে Flipkart। তবে তার জেরে ইন্টারনেটে মিম-পোস্ট বন্ধ হয়নি।

কী ঘটেছিল?
Big Billion Sale নিয়ে এসেছে Flipkart। নাগাল্যান্ডে Flipkart ডেলিভারি করে না অভিযোগ করে কোহিমার বাসিন্দা একজন গ্রাহক সংস্থার ফেসবুকে প্রশ্ন করেছিলেন, 'আমরাও ভারতের অংশ। সব রাজ্যকে সমান সম্মান দেওয়া উচিত!' ওই ইউজারের ক্ষোভের জবাবে Flipkart-এর তরফে জানানো হয়, 'ভারতের বাইরে আমাদের পরিষেবা দেন না বিক্রেতারা।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও