কক্সবাজার শহরে রাতে দ্যূতি ছড়াচ্ছে 'ওয়াটার মিউজিক্যাল শো'
কক্সবাজারে বেড়াতে এসে দিনের বেলা সৈকতের বালিয়াড়িতে দাপিয়ে বেড়ানোর পর রাতে শহরে দেখার বা উপভোগ করার কিছু নেই এমন অভিযোগ দীর্ঘদিনের। যুগ যুগ ধরে চলে আসা অভিযোগের কিছুটা অবসান হয়েছে।
পুনর্বাসনসহ ভৌত সুযোগ-সুবিধার সমাপ্ত উন্নয়ন প্রকল্পের উদ্বোধনের পর গোলদিঘী পুকুর রাতের শহরে দ্যূতি ছড়াচ্ছে। পর্যটকসহ স্থানীয়রাও ছুটে আসছেন পানির রংবেরং পোয়ারায় 'ওয়াটার মিউজিক্যাল শো' অবলোকনে।
২০১৯ সালে শহরের ঐতিহ্য মাখা ভরাট প্রায় তিনটি দীঘিকে সংস্কার করে দৃষ্টিনন্দন বিনোদন স্পট হিসেবে গড়ার কাজ শুরু করেছিল কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক)। শুরুতে নানা প্রতিবন্ধকতায় কাজ আটকে থাকলেও প্রাণান্তকর চেষ্টায় ইতোমধ্যে শেষ হয়েছে গোলদিঘি পুকুরের পরিবর্তিত প্রকল্পের কাজ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিনগত রাত ৯টায় ওয়াটার মিউজিক্যাল শো'র মাধ্যমে দৃষ্টিনন্দন কারুকাজের পুকুরটি পর্যটক ও স্থানীয়দের জন্য উন্মুক্ত করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.