যেকোনো সময় ভেঙে পড়বে মটকিভাঙা ব্রিজ!
ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত শম্ভুগঞ্জ ব্রিজ থেকে ২ কিলোমিটার সামনে গেলেই চায়না মোড়ে আরেকটি ব্রিজ। এটির নাম মটকিভাঙা ব্রিজ। একটি খালের ওপর তৈরি এ ব্রিজটি।
প্রায় ২ বছর আগে ব্রিজটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। এ অবস্থাতেও ভারী ভারী যানবাহন চলাচল করছে নিয়মিত। এতে করে যেকোনো সময় ব্রিজ ভেঙে বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।
এ ব্রিজের ওপর দিয়ে প্রতিনিয়ত নেত্রকোনা, শেরপুর, কিশোরগঞ্জ, চট্টগ্রাম, সিলেট ও ভৈরবের প্রায় ১০ হাজার যানবাহন চলাচল করে। এছাড়াও নেত্রকোনার দুর্গাপুর উপজেলা থেকে বালু বোঝাই আনুমানিক ৩ হাজার ট্রাকও চলাচল করে। সবগুলোই অভারলোডেড। অতিমাত্রায় ভারী পণ্য ব্যবহারের ফলে ব্রিজটি দিন দিন আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে।