সোনালি অতীত থাকলেও বর্তমানে এফডিসি বিবর্ণ, শুটিংবিহীন
রাজধানীর তেজগাঁয়ে অবস্থিত বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি)। ১৯৫৭ সালে, নির্মিত হলেও ১৯৫৯ সাল থেকে চলচ্চিত্র নির্মাণ শুরু হতে থাকে। আখতার জং কারদার পরিচালিত ‘জাগো হুয়া সাভেরা’ চলচ্চিত্র দিয়ে এফডিসিতে সিনেমা নির্মাণ শুরু হয়। এ পর্যন্ত চলচ্চিত্রের এই আঁতুড়ঘর থেকে প্রায় তিন হাজার চলচ্চিত্র মুক্তি পেয়েছে।
সময়ের বিবর্তনে এফডিসি হারিয়েছে পুরানো জৌলুস। সোনালি অতীত থাকলেও বর্তমানে এফডিসি বিবর্ণ, শুটিংবিহীন। একদা রাজ্জাক,আলমগীর, জসীম, ববিতা, শাবানা কিংবা সুচন্দাদের সরব উপস্থিতি ছিল এফডিসিতে। পরবর্তীতে সালমান শাহ, মান্না, ওমর সানী, শাবনূর, মৌসুমী, পূর্ণিমাদেরও পদচারণায় মুখর থাকত এফডিসি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.