![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-10%252F53aaba70-8207-4c73-a55a-802ed43187ba%252Fprothomalo_import_media_2020_08_11_a2eb0f7c21e025c7403846cb58817c88_5f322d1cd5480.webp%3Frect%3D0%252C24%252C640%252C336%26overlay%3D%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
করোনার সুরক্ষাসামগ্রী আমদানির শুল্কমুক্ত সুবিধার মেয়াদ বাড়ল
হ্যান্ড স্যানিটাইজার তৈরি, মাস্ক, সুরক্ষা পোশাকসহ ১২ ধরনের পণ্য আমদানিতে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের শুল্ক-কর অব্যাহতি দেওয়া হয়েছে।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই সুবিধা ছিল। এসব পণ্য আমদানিতে আমদানি শুল্ক, নিয়ন্ত্রণমূলক শুল্ক, সম্পূরক শুল্ক, মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট, আগাম ভ্যাট ও অগ্রিম কর দিতে হবে না।