![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-10%252Fed592bac-f396-4214-b69e-2a53c62362bc%252FBARGUNA.JPG%3Foverlay%3Dprothomalo-bangla%252F2020-09%252F809b5f18-a26d-47a2-aa48-3dafe2ce0da8%252Fprothomalo_stamp.png%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
এক শ্যালককে হত্যা করে অপরজনকে হত্যার চেষ্টা, দুলাভাই আটক
নিজের সন্তানকে ঢাকা নিয়ে যেতে চেয়েছিলেন তিনি। কিন্তু শ্বশুর ও স্ত্রী নিয়ে যেতে দেননি। এতে ক্ষিপ্ত হয়ে তিনি এক শ্যালককে পানিতে চুবিয়ে হত্যা এবং অপর শ্যালককে একইভাবে হত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এই মর্মান্তিক ঘটনা ঘটেছে গতকাল বৃহস্পতিবার বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের ডালভাঙা এলাকায়। পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস, ২ সপ্তাহ আগে
১ বছর আগে