রাজশাহী নগরীর উপকণ্ঠ হুজরীপাড়া ও দর্শনপাড়া ইউনিয়ন। এক সময় জেলা পুলিশের আওতাধীন ছিল এই এলাকা। থানার দূরবর্তী এই এলাকার গ্রামগুলোর বাসিন্দারা পুলিশি সেবা পাচ্ছিলেন না সেইভাবে। এতে ভোগান্তি বাড়ছিল মানুষের। শহর ছেড়ে গ্রামের এই অংশে নগর পুলিশের (আরএমপি) সেবা পৌঁছাতে ২০১৮ সালের ১ মার্চ চালু হয় কর্ণহার থানা। একইসঙ্গে চালু হয় আরএমপির আরও নতুন সাত থানা।
পবা থানা ভেঙে গড়া কর্ণহার থানার সুফল ভালোই পাচ্ছিলেন এলাকাবাসী। কিন্তু সময়ের ফেরে ভোগান্তি বাড়ে মানুষের। এলাকার লোকজন বলছেন, এখন গ্রামের সেই থানায় গ্রামবাসীদেরই ঢোকা বারণ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.