![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fentertainment%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fsoumitra-chatterjee-20201009082821.jpg)
সুস্থ হয়ে উঠছেন করোনা আক্রান্ত সৌমিত্র চট্টোপাধ্যায়
করোনাভাইরাসে আক্রান্ত কলকাতার কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তবে তাকে আরও কয়েক দিন হাসপাতালে থাকতে হবে।
নমুনা পরীক্ষার পর গত মঙ্গলবার সৌমিত্র চট্টোপাধ্যায়ের রিপোর্ট পজিটিভ আসে। এরপর তাকে দ্রত বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।