
যে ট্রাক চলে নিজে নিজে
প্রথম আলো
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২০, ০৮:০৫
নতুন ধরনের স্বয়ংক্রিয় বাহন বাজারে ছাড়ার পরিকল্পনা করছে সুইডিশ চালকবিহীন ট্রাক তৈরির প্রতিষ্ঠান আইনরাইড। পরীক্ষামূলক বাহনটির নাম তারা বলছে অটোনোমাস ইলেকট্রিক ট্রান্সপোর্ট (এইটি)। ২০২১ সাল থেকে পণ্য পরিবহনে রাস্তায় নামানো যাবে বলে আশাবাদী আইনরাইড। তবে নতুন বাহন বললেও সেটি মূলত চালকবিহীন ট্রাক।