প্রিয় প্রতিবেশী, বন্ধ করুন ঘ্রাণবাজি

প্রথম আলো প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২০, ০৮:০৫

শুক্রবারের শুভেচ্ছা নেবেন। আজ ছুটির দিন, জানি খুব মজা করছেন। খুব আয়োজন করে রান্না করছেন পোলাও, গরুর মাংস। সঙ্গে আছে লাল লাল গলদা চিংড়ি। আজ আমাদের বুয়া আসেনি, তাই বলে আপনারা এমন অমানবিক হতে পারেন না। জানালা খুললে পোলাওয়ের ঘ্রাণ, দরজা খুললেই ভুনা মাংসের ঘ্রাণ, ভেন্টিলেটর দিয়ে আসছে নিষ্ঠুর মুরগি ভুনার ঘ্রাণ। আমরা গরিব ব্যাচেলর।

বুয়াহীন এ সংসারের পাতিলে জমেছে হাহাকার। চুলার আগুন এ বেলাও কেঁদেকেটে অস্থির। একবার এসে দেখুন আমাদের ভাতের প্লেট হাহাকার করছে, ডালের পাতিল চিৎকার করছে। অল্প তেলে ভাজা হওয়া ডিমটিও মার খেয়ে যাচ্ছে আপনাদের গরুর মাংসের ঘ্রাণে। যুগে যুগে তারা আর কত মার খাবে? এভাবেই চলতে থাকবে সবলের ওপর দুর্বলের অত্যাচার?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও